আজ || রবিবার, ২৯ Jun ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক       অসহায় পরিবারের পাশে সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটি       পরকীয়ার ঘর ছাড়লেন মা অযত্নে অবহেলায় কোলের শিশু        বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত       দেবহাটার তদন্তাধীন মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন       শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত       নওয়াবেঁকী কলেজের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন       কলকাতায় বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত       পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম    
 


খুলনা প্রেসক্লাব চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাব চত্বরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাব চত্বরে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
এর আগে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন সভাপতি শায়লা আজীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, গবেষক ও সমাজতান্ত্রিক খন্দকার সাখাওয়াত আলী এবং বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক শেখ মোঃ সেলিম, ক্লাব সদস্য শেখ কামরুল আহসান, দীলিপ কুমার বর্মন, কলিন হোসেন আরুজু, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি শারমীন খান, কোষাধ্যক্ষ রুশদা সামিয়া খান, সমন্বয়কারী মো: জাহেদুল ইসলাম নান্টুসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকৃন্দ।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন এলাকা থেকে আসা ২০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এছাড়া আগামী জুলাই মাসে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের মাধ্যমে সাংবাদিকদের সন্তানদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হবে বলে ফাউন্ডেশনের সভাপতি শায়লা আজীম অনুষ্ঠানে জানান।


Top