আজ || বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে আগুনের ঘটনায় থানায় মামলা       শ্যামনগরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা ড. মনিরুজ্জামানের মতবিনিময়       শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা    
 


শ্যামনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে আগুনের ঘটনায় থানায় মামলা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরের মীরগাং গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ির রান্নাঘরে আগুনের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে উপজেলার মীরগাং গ্রামের সুবোধ গাইনের ছেলে দীলিপ গাইন বাদি হয়ে এ মামলা দায়ের (জিআর-৩২০/২৫ শ্যামঃ)।

মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ছয়জনকে আসামী করা হয়েছে।

এজাহার নামীয় আসামীরা হলেন, মীরগাং গ্রামের দেবেন ভাংগীর ছেলে জঙ্গল ভাংগী, দূঃখে ভাংগীর ছেলে সাগর ভাংগী, পরেশ মন্ডলের ছেলে নিত্যানন্দ মন্ডল ও তার ছেলে গোপাল মন্ডল।

মামলাসুত্রে জানা যায় জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দিলীপ মন্ডল ও জংগল ভাঙির পরিবারের মধ্যে বিরোধ চলছে। ইতিপূর্বে একাধিক বৈঠকে মিমাংসার উদ্যোগ নিলেও বিষয়টিরনক০ন সুরাহা হয়নি।

শুক্রবার বিকেলে একই বিষয়ে সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের মধ্যস্হতায় দু’পক্ষ সালিশি বৈঠকে মিলিত হয়। তবে সমঝোতায় উপনীত হতে না পেরে উভয় পক্ষ হট্টগোল করে সালিশ বৈঠক ছেড়ে যায়। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে লোকজন নিয়ে জঙ্গলের পরিবারের সদস্যরা বিরোধীয় সম্পত্তির কিছু অংশ নেট দিয়ে নেয়। পরবর্তীতে রাত একটার দিকে আকস্মিকভাবে দিলীপের রান্নাঘরে আগুন লেগে গেলে স্হানীয়দের সহায়তায় দিলীপ ও তার লোকজন সেই আগুন নিভিয়ে ফেলে।

পরবর্তীতে প্রতিপক্ষ জঙ্গল ও তার লোকজন উক্ত আগুন লাগিয়েছে অভিযোগ করে একই পক্ষের বিরুদ্ধে দিলীপ শ্যামনগর থানায় মামলা করেন।

যদিও জঙ্গলের দাবি তাকে ফাঁসাতে নিজেরাই আগুন দিয়েছে দিলীপ। আগুন দেয়ার আগে রান্নাঘরে থাকা চাউলসহ অন্যান্য জিনিসপত্র সরিয়ে নেয় তারা। নিরপেক্ষভাবে তদন্ত করলে ঘটনার সত্যতা মিলবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হুমায়ুন কবির মোল্লা জানান, আগিনের ঘটনায় দীলিপ গাইন বাদি হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬ জনের বিরুদ্ধে শনিবার রাতে থানায় একটি মামলা করেছেন। রাতে ঘটনাটি ঘটেছে, তার আগে বিকালে দু’পক্ষের মধ্যে সালিসি বৈঠকের কথা জানা গেছে। বিষয়টি স্পর্শকাতর বিধায় অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্হা নেয়া হবে।#

 


Top