আজ || বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা       নবজাতকের উপহার প্রদান অনুষ্ঠান       শ্যামনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১১ জন

নিজস্ব প্রতিবেদক
ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে ১১ জন। ১. মোঃ শাহিন আলম গাজী (২৩), ২। জিআর-৪১০/১৮ (ডুমু) এর আসামী শুভ বিশ্বাস, ৩। সিআর-১১৫/২৩ (ডুমু) এর আসামী মোঃ হোসেন শেখ, ৪। জিআর-৯৪/২৩ এর আসামী জব্বার শেখ (৫৫), ৫। সিআর- ৫/২২ (ডুমু) এর আসামী রাকিবুল ইসলাম ফকির (৩০), ৬। পারিঃ জারিঃ ০৭/১৯ এর আসামী মোঃ রাজ্জাক মাহমুদ, ৭। সাজা সিআর-৫০০/২০ (ডুমু) এর আসামী ফারুক হোসেন বিশ্বাস, ৮। সিআর-৪৮৬/২৩ (ডুমু) এর আসামী অনুপম কুমার রায় (১৮) এবং ডুমুরিয়া থানার জিডি নং-১১৫, তারিখ-০৩/০৫/২০২৪ ইং, ধারা-১৫১ সিআরপিসি এর আসামী ৯। মোঃ সাকিব শেখ (২০), ১০। মোঃ মিনার মোড়ল (২২) ও ১১। মোঃ আছাবুর সরদার (২৮) কে গ্রেফতার করে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইন শৃংখলা রক্ষায় নিয়মিত অভিযানের পাসাপাসি খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম(বার) এর নির্দেশনা অনুযায়ী ডুমুরিয়া উপজেলা নির্বাচনকে আরো কঠোর ভাবে কাজ করছে ডুমুরিয়া থানা পুলিশ।


Top