নাজমুল ইসলাম, মুন্সিগঞ্জ, শ্যামনগর:
শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে এক আবেগঘন দৃশ্যের জন্ম হয়। শক্তিশালী এক ও তিন নম্বর ওয়ার্ডের যৌথ দল মুখোমুখি হয় আট নম্বর ওয়ার্ডের সঙ্গে।
নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আট নম্বর ওয়ার্ড ৭-৬ গোলে জয় লাভ করে। তবে ম্যাচের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন এক ও তিন নম্বর ওয়ার্ডের গোলকিপার, যিনি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও অসাধারণ পারফরম্যান্স উপহার দেন। তাঁর সেভগুলো দর্শকদের মুগ্ধ করে তোলে এবং শেষ পর্যন্ত তিনিই হন ‘ম্যান অব দ্য ম্যাচ’।
খেলা শেষে যুব বিভাগের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এই গোলকিপারের খেলা প্রমাণ করে, প্রতিভা ও সাহসের কাছে কোনো প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়ায় না।