আজ || বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে আগুনের ঘটনায় থানায় মামলা       শ্যামনগরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা ড. মনিরুজ্জামানের মতবিনিময়       শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা    
 


নওয়াবেঁকী কলেজের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস সালামকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) নওয়াবেঁকী বাসস্ট্যান্ড এলাকায় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, অভিভাবক ও সচেতন এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

 

বক্তারা অভিযোগ করেন, কলেজটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি উপেক্ষা করে এডহক কমিটির প্রস্তাবিত তালিকা উপেক্ষা করে একজন অপরিচিত ব্যক্তিকে সভাপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে। বক্তারা বলেন, ২৫ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত এডহক কমিটির সভায় সর্বসম্মতভাবে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও ভূমিদাতা মো. আব্দুল মাজেদকে সভাপতি পদে প্রথম প্রার্থী হিসেবে সুপারিশ করা হয়। এরপর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিলেন তাশরিফা আফরীন ও মুহা. আলমগীর কবির। কিন্তু এ তালিকা উপেক্ষা করে জনৈক আব্দুস সালামকে সভাপতি মনোনীত করা হয়।

বক্তারা আরও বলেন, আব্দুস সালাম এলাকার কারো সঙ্গে পরামর্শ না করে প্রভাব খাটিয়ে সভাপতি পদে নিয়োগ গ্রহণ করেছেন। এ সিদ্ধান্তে এলাকাবাসী চরমভাবে ক্ষুব্ধ। অনতিবিলম্বে তাঁকে অপসারণ করে এডহক কমিটির প্রস্তাবিত তালিকা থেকে নতুন সভাপতি নিয়োগের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর স্বার্থে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধন ও বিক্ষোভে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক এম. এম. আবুল কালাম মোড়ল। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, ডা. লোকমান আহম্মেদ, আইয়ুব আলী, মনিরুজ্জামান মনি, নাজমুল আহছান রুনু, হাবিবুল্লাহ, আবুজার গেফারীসহ আরও অনেকে।

এ সময় বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সকল মহলের কাছে কলেজের সুষ্ঠু শিক্ষাব্যবস্থা রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


Top