আজ || বুধবার, ০২ জুলাই ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক       অসহায় পরিবারের পাশে সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটি       পরকীয়ার ঘর ছাড়লেন মা অযত্নে অবহেলায় কোলের শিশু        বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত       দেবহাটার তদন্তাধীন মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন       শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত       নওয়াবেঁকী কলেজের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন       কলকাতায় বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত       পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম    
 


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর কমিটি নিয়ে বিতর্ক: ৪৮ সদস্যের পদত্যাগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জন সদস্য কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) এই সংবাদ সম্মেলনে সংগঠনের সদ্য সাবেক সদস্যরা সীমাহীন স্বজনপ্রীতি, অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং মাঠপর্যায়ের ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ আনেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মাসুম বিল্লাহ। তিনি বলেন, “৭ই এপ্রিল ২০২৫ তারিখে সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের একটি তালিকা প্রকাশ করা হয়। অথচ এই কমিটি গঠনের আগে কোনো প্রকার মতামত নেওয়া হয়নি, এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নে দীর্ঘদিন কাজ করে যাওয়া প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেওয়া হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “একমাত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেক সুবিধাভোগীদের স্থান করে দিতে মাঠের কর্মীদের ছেঁটে ফেলা হয়েছে। যারা কোনোদিন আন্দোলন-সংগ্রামে ছিল না, তাদের ঠাঁই হয়েছে কমিটির গুরুত্বপূর্ণ পদে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন

জি. এম মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মুনতাসির রহমান, রোকন প্রমুখ।

তারা জানান, তারা শুধুমাত্র পদত্যাগই করেননি, বরং সংগঠনের আদর্শ রক্ষায় ভবিষ্যতে নতুন করে সংগঠিত হবেন বলেও সংকল্প প্রকাশ করেছেন। তাদের মতে, ” এটি একটি আদর্শিক প্ল্যাটফর্ম, যেখানে বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের ঐক্য গড়ে তোলা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই চেতনারই ক্ষয় ঘটানো হয়েছে।”

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যের কপি থেকে জানা গেছে—কমিটির ৭৬ সদস্যের মধ্যে ইতোমধ্যে ৪৮ জন সদস্য লিখিতভাবে স্বাক্ষর দিয়ে পদত্যাগ করেছেন।

তারা দাবি করেন, “আমরা কোনো রাজনৈতিক দলের ছায়াতলে নয়, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গঠনে বিশ্বাসী। সেই বিশ্বাসেই আমরা সংগঠনের এমন একচেটিয়া ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করছি।”

পদত্যাগকারী সদস্যদের তালিকা ইতোমধ্যে গণমাধ্যমে হস্তান্তর করা হয়েছে এবং সংগঠনের শীর্ষ পর্যায়েও তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।


Top