আজ || সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা       নবজাতকের উপহার প্রদান অনুষ্ঠান       শ্যামনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর কমিটি নিয়ে বিতর্ক: ৪৮ সদস্যের পদত্যাগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জন সদস্য কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) এই সংবাদ সম্মেলনে সংগঠনের সদ্য সাবেক সদস্যরা সীমাহীন স্বজনপ্রীতি, অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং মাঠপর্যায়ের ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ আনেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মাসুম বিল্লাহ। তিনি বলেন, “৭ই এপ্রিল ২০২৫ তারিখে সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের একটি তালিকা প্রকাশ করা হয়। অথচ এই কমিটি গঠনের আগে কোনো প্রকার মতামত নেওয়া হয়নি, এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নে দীর্ঘদিন কাজ করে যাওয়া প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেওয়া হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “একমাত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেক সুবিধাভোগীদের স্থান করে দিতে মাঠের কর্মীদের ছেঁটে ফেলা হয়েছে। যারা কোনোদিন আন্দোলন-সংগ্রামে ছিল না, তাদের ঠাঁই হয়েছে কমিটির গুরুত্বপূর্ণ পদে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন

জি. এম মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মুনতাসির রহমান, রোকন প্রমুখ।

তারা জানান, তারা শুধুমাত্র পদত্যাগই করেননি, বরং সংগঠনের আদর্শ রক্ষায় ভবিষ্যতে নতুন করে সংগঠিত হবেন বলেও সংকল্প প্রকাশ করেছেন। তাদের মতে, ” এটি একটি আদর্শিক প্ল্যাটফর্ম, যেখানে বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের ঐক্য গড়ে তোলা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই চেতনারই ক্ষয় ঘটানো হয়েছে।”

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যের কপি থেকে জানা গেছে—কমিটির ৭৬ সদস্যের মধ্যে ইতোমধ্যে ৪৮ জন সদস্য লিখিতভাবে স্বাক্ষর দিয়ে পদত্যাগ করেছেন।

তারা দাবি করেন, “আমরা কোনো রাজনৈতিক দলের ছায়াতলে নয়, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গঠনে বিশ্বাসী। সেই বিশ্বাসেই আমরা সংগঠনের এমন একচেটিয়া ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করছি।”

পদত্যাগকারী সদস্যদের তালিকা ইতোমধ্যে গণমাধ্যমে হস্তান্তর করা হয়েছে এবং সংগঠনের শীর্ষ পর্যায়েও তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।


Top