আজ || রবিবার, ২৯ Jun ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক       অসহায় পরিবারের পাশে সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটি       পরকীয়ার ঘর ছাড়লেন মা অযত্নে অবহেলায় কোলের শিশু        বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত       দেবহাটার তদন্তাধীন মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন       শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত       নওয়াবেঁকী কলেজের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন       কলকাতায় বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত       পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম    
 


উৎসর্গ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ইফতার সামগ্রী বিতরণ।

রমজানের পবিত্রতা ও সহমর্মিতার চেতনা নিয়ে শ্যামনগরের তাকওয়া কিন্ডারগার্টেন প্রাঙ্গণে অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ সোসাইটি। বুধবার সকাল ১০টায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গাজী আব্দুর রউফ, সাংবাদিক আব্দুস সালাম, নির্বাহী সদস্য মাওলানা হাবিবুল্লাহ, মফিজুল ইসলাম ও রাসেল বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক কায়ুম রাজ, মাওলানা ফাহাদ জামিল প্রমুখ।

ইফতার সামগ্রী বিতরণকালে উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ বলেন, “উৎসর্গ সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। বিগত ছয় বছর ধরে আমরা শ্যামনগর ও কালিগঞ্জের বিভিন্ন স্থানে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছি। রমজান মাস আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। তাই আমরা চাই, সবার সহযোগিতায় আমাদের কার্যক্রম আরও সম্প্রসারিত হোক এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সংগঠনের সদস্যরা জানান, প্রতিবছরই উৎসর্গ সোসাইটি রমজানে অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। শুধু রমজান নয়, বছরের অন্যান্য সময়েও অসহায় ও দুস্থদের জন্য নানান মানবিক সহায়তা দিয়ে থাকে সংগঠনটি।


Top