আজ || বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা       নবজাতকের উপহার প্রদান অনুষ্ঠান       শ্যামনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


উৎসর্গ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ইফতার সামগ্রী বিতরণ।

রমজানের পবিত্রতা ও সহমর্মিতার চেতনা নিয়ে শ্যামনগরের তাকওয়া কিন্ডারগার্টেন প্রাঙ্গণে অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ সোসাইটি। বুধবার সকাল ১০টায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গাজী আব্দুর রউফ, সাংবাদিক আব্দুস সালাম, নির্বাহী সদস্য মাওলানা হাবিবুল্লাহ, মফিজুল ইসলাম ও রাসেল বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক কায়ুম রাজ, মাওলানা ফাহাদ জামিল প্রমুখ।

ইফতার সামগ্রী বিতরণকালে উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ বলেন, “উৎসর্গ সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। বিগত ছয় বছর ধরে আমরা শ্যামনগর ও কালিগঞ্জের বিভিন্ন স্থানে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছি। রমজান মাস আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। তাই আমরা চাই, সবার সহযোগিতায় আমাদের কার্যক্রম আরও সম্প্রসারিত হোক এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সংগঠনের সদস্যরা জানান, প্রতিবছরই উৎসর্গ সোসাইটি রমজানে অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। শুধু রমজান নয়, বছরের অন্যান্য সময়েও অসহায় ও দুস্থদের জন্য নানান মানবিক সহায়তা দিয়ে থাকে সংগঠনটি।


Top