আজ || শুক্রবার, ১৬ মে ২০২৫
শিরোনাম :
  বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত       নওয়াবেঁকী কলেজের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন       কলকাতায় বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত       পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম       শ্যামনগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত       বাঁধনহারা সাহিত্য পরিষদের দুই যুগ পূর্তি ও সাহিত্য পুরস্কার প্রদান উৎসব অনুষ্ঠিত       শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- গাজী নজরুল ইসলাম       ১১ গুণীজন পাচ্ছেন বাঁধনহারা সাহিত্য পুরস্কার—২০২৫       ১১ গুণীজন পাচ্ছেন বাঁধনহারা সাহিত্য পুরস্কার—২০২৫       শ্যামনগরের সিপিপি টিম লিডারদের মধ্যে বাইসাইকেল বিতরণ    
 


শ্যামনগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে “দায়িত্বশীল শিক্ষা বৈঠক-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) বিকেল ৩টায় শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান বলেন, একটি আদর্শ সমাজ গঠনে দায়িত্বশীলদের সততা, নিষ্ঠা ও আদর্শিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে ইসলামী আন্দোলনের আদর্শে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বৈঠকের মূল আলোচনা উপস্থাপন করেন মাওলানা মুহাম্মদ আবদুর রহমান। তিনি ‘ইসলামী আন্দোলনের কাঙ্ক্ষিত মেজাজ ও পরিবেশ’ শীর্ষক আলোচনায় বলেন, ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে হলে দায়িত্বশীলদের মাঝে আত্মশুদ্ধি, নৈতিক দৃঢ়তা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আচরণ গড়ে তুলতে হবে।

“বর্তমান প্রেক্ষাপটে সংগঠন পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা” বিষয়ক আলোচনা করেন সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের শুরা এবং কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, একটি সংগঠনকে সঠিক পথে পরিচালনার জন্য প্রয়োজন আদর্শনিষ্ঠ নেতৃত্ব, নিয়মিত প্রশিক্ষণ এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ।

বৈঠকে উপস্থিত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পর্যালোচনামূলক অধিবেশন। সেখানে সংগঠনের কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা। পুরো আয়োজন জুড়ে ছিল শৃঙ্খলা ও আন্তরিকতার পরিবেশ।

দায়িত্বশীলদের মাঝে ঐক্য, দক্ষতা এবং আদর্শিক মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের বৈঠকের গুরুত্ব তুলে ধরেন নেতারা।


Top