আজ || মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা       নবজাতকের উপহার প্রদান অনুষ্ঠান       শ্যামনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


শ্যামনগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে “দায়িত্বশীল শিক্ষা বৈঠক-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) বিকেল ৩টায় শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান বলেন, একটি আদর্শ সমাজ গঠনে দায়িত্বশীলদের সততা, নিষ্ঠা ও আদর্শিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে ইসলামী আন্দোলনের আদর্শে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বৈঠকের মূল আলোচনা উপস্থাপন করেন মাওলানা মুহাম্মদ আবদুর রহমান। তিনি ‘ইসলামী আন্দোলনের কাঙ্ক্ষিত মেজাজ ও পরিবেশ’ শীর্ষক আলোচনায় বলেন, ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে হলে দায়িত্বশীলদের মাঝে আত্মশুদ্ধি, নৈতিক দৃঢ়তা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আচরণ গড়ে তুলতে হবে।

“বর্তমান প্রেক্ষাপটে সংগঠন পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা” বিষয়ক আলোচনা করেন সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের শুরা এবং কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, একটি সংগঠনকে সঠিক পথে পরিচালনার জন্য প্রয়োজন আদর্শনিষ্ঠ নেতৃত্ব, নিয়মিত প্রশিক্ষণ এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ।

বৈঠকে উপস্থিত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পর্যালোচনামূলক অধিবেশন। সেখানে সংগঠনের কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা। পুরো আয়োজন জুড়ে ছিল শৃঙ্খলা ও আন্তরিকতার পরিবেশ।

দায়িত্বশীলদের মাঝে ঐক্য, দক্ষতা এবং আদর্শিক মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের বৈঠকের গুরুত্ব তুলে ধরেন নেতারা।


Top