আজ || মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা       নবজাতকের উপহার প্রদান অনুষ্ঠান       শ্যামনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উপকূলীয় জনপদ শ্যামনগর নিয়ে গঠিত সাতক্ষীরা-৪ আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম মোস্তফা আল মামুন মনিরের প্রচার-প্রচারণা দিন দিন বেগবান হচ্ছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ, পথসভা, মিছিল, লিফলেট বিতরণ ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম চলছে প্রাণবন্তভাবে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়মিতভাবে বাজারকেন্দ্রিক জনসভা, মিছিল ও পথসভায় অংশ নিচ্ছেন। ব্যবসায়ী, কৃষক, জেলে, শিক্ষক, ইমাম-মুয়াজ্জিন ও তরুণ প্রজন্মসহ নানা শ্রেণি-পেশার মানুষের সাথে প্রার্থী সরাসরি কথা বলছেন। এতে ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এ প্রসঙ্গে আলহাজ্ব এস এম মোস্তফা আল মামুন মনির বলেন, “সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে বাজার ও জনপদে ভোটাররা আমাদের স্বাগত জানাচ্ছেন। আশা করি, এবার মানুষ যোগ্যতা, সৎ চরিত্র ও দেশপ্রেমকে মূল্যায়ন করবে। ইসলামপন্থীদের একটি অভিন্ন ভোটের বাক্স হবে ইনশাল্লাহ। যদি জোট থেকে মনোনয়ন পাই, তবে বিশাল জনসমর্থন নিয়ে এ আসন উপহার দিতে পারব।”

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, মোস্তফা আল মামুনকে তারা একজন শিক্ষিত, সজ্জন ও নির্লোভ ব্যক্তি হিসেবে জানেন। মানবিক কর্মকাণ্ড, সামাজিক সমস্যা সমাধান ও জনসেবামূলক কাজে তিনি সবসময় পাশে ছিলেন বলে ভোটাররা জানান। তাঁদের মতে, শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়া প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

দীর্ঘদিন ধরেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু সাতক্ষীরা-৪ আসন। সীমানা পুনর্গঠনের পর পুরো শ্যামনগর উপজেলাকে নিয়ে এ আসন গঠিত হয়েছে। ফলে প্রার্থীরা এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব এস এম মোস্তফা আল মামুন মনিরের সরব উপস্থিতি নির্বাচনী মাঠে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।


Top