আজ || রবিবার, ১৮ মে ২০২৫
শিরোনাম :
  বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত       নওয়াবেঁকী কলেজের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন       কলকাতায় বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত       পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম       শ্যামনগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত       বাঁধনহারা সাহিত্য পরিষদের দুই যুগ পূর্তি ও সাহিত্য পুরস্কার প্রদান উৎসব অনুষ্ঠিত       শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- গাজী নজরুল ইসলাম       ১১ গুণীজন পাচ্ছেন বাঁধনহারা সাহিত্য পুরস্কার—২০২৫       ১১ গুণীজন পাচ্ছেন বাঁধনহারা সাহিত্য পুরস্কার—২০২৫       শ্যামনগরের সিপিপি টিম লিডারদের মধ্যে বাইসাইকেল বিতরণ    
 


শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- গাজী নজরুল ইসলাম

হুসাইন বিন আফতাব, শ্যামনগর:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি বনাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১লা মে সকাল ১০টায় শ্যামনগর চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। শ্রমজীবী মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পরিণত হয় শ্রমিকদের মিলনমেলায়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমজীবী মানুষের অবদান ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আবদুর রহমান বলেন, “শ্রমিকরা যেন ন্যায্য মজুরি ও সম্মানজনক জীবনের অধিকার পায়, সেটাই এই দিবসের মূল বার্তা। আমরা চাই, শ্যামনগরের প্রতিটি শ্রমিক যেন নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে কাজ করতে পারে।”

উপদেষ্টা মাওলানা মঈনুদ্দিন মাহমুদ বলেন, “ইসলাম শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের ব্যাপারে অত্যন্ত স্পষ্ট। মালিক-শ্রমিক সম্পর্ক হবে পরস্পরের সহানুভূতির ভিত্তিতে। আমরা এই সম্পর্ককে শক্তিশালী করতে চাই।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার শ্রমিক প্রতিনিধি, শ্রমিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন। কর্মসূচি শেষে শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

এই র‍্যালি ও সমাবেশ ছিল শ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে একটি প্রাণবন্ত ও অর্থবহ উদ্যোগ।

 

 


Top