আজ || বুধবার, ০২ জুলাই ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক       অসহায় পরিবারের পাশে সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটি       পরকীয়ার ঘর ছাড়লেন মা অযত্নে অবহেলায় কোলের শিশু        বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত       দেবহাটার তদন্তাধীন মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন       শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত       নওয়াবেঁকী কলেজের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন       কলকাতায় বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত       পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম    
 


শ্যামনগরের সিপিপি টিম লিডারদের মধ্যে বাইসাইকেল বিতরণ

শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ঢাকা প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত সিপিপি ইউনিট টিম লিডারদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল (সোমবার) শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে শ্যামনগর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন সিপিপি ইউনিট টিম লিডারদের মাঝে ১টি করে বাইসাইকেল বিতরণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা সিপিপি সহকারী পরিচালক নূর মোহাম্মদ মুন্সী, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, শ‍্যামনগর উপজেলা সিপিপি টিমলিডার শেখ মাকছুদুর রহমান মুকুল প্রমূখ। ১৫০ টি বাইসাইকেল ১২ টি ইউনিয়ন/ পৌরসভার সিপিপি টিম লিডারদের মধ্যে বিতরণ করা হয়। এ সময় কয়েকশত সিপিপি লিডারগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন সরকারের এ ধরনের মহতী উদ্যোগের প্রশংসা করে সিপিপি টিম লিডারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। দূর্যোগ পূর্ব, দূর্যোগকালীন ও দূর্যোগ পরবর্তী বাইসাইকেল চড়ে জনগণের মধ্যে কাজ করতে বিরাট উপকারে আসবে। এহেন মহৎ কাজে যথাযথ কর্তৃপক্ষ কে আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জানান হয়েছে।


Top