আজ || মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা       নবজাতকের উপহার প্রদান অনুষ্ঠান       শ্যামনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর, সাতক্ষীরা :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসর্গ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান গাজী আব্দুর রউফ।

 

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে উৎসর্গ সোসাইটির পক্ষ থেকে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথি।

 

সম্মানিত অতিথি গাজী আব্দুর রউফ তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “মক্তব শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভিত্তি যা ছোটবেলায় সন্তানদের জন্য পথের দিশা হিসেবে কাজ করে। শুধু মক্তবে পাঠিয়ে দায়িত্ব শেষ মনে করলে চলবে না, অভিভাবকদের উচিত তাদের প্রতি সবসময় নজর রাখা। আজকের সমাজের বাস্তবতা ও পরিবেশ বিবেচনায় আমাদের সকলের দায়িত্ব—শিশুদের সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং মানুষ হিসেবে গড়ে তোলা।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক আব্দুর সালাম, মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা হাফিজুর রহমান এবং হাফেজ ও অন্যান্য শিক্ষকবৃন্দ। তাঁরা সবাই মাদ্রাসার অগ্রগতির জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

 

এসময় অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল মাদ্রাসা কর্তৃপক্ষ এবং উৎসর্গ সোসাইটি।


Top