আজ || বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা       নবজাতকের উপহার প্রদান অনুষ্ঠান       শ্যামনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


শ্যামনগরের সিপিপি টিম লিডারদের মধ্যে বাইসাইকেল বিতরণ

শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ঢাকা প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত সিপিপি ইউনিট টিম লিডারদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল (সোমবার) শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে শ্যামনগর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন সিপিপি ইউনিট টিম লিডারদের মাঝে ১টি করে বাইসাইকেল বিতরণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা সিপিপি সহকারী পরিচালক নূর মোহাম্মদ মুন্সী, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, শ‍্যামনগর উপজেলা সিপিপি টিমলিডার শেখ মাকছুদুর রহমান মুকুল প্রমূখ। ১৫০ টি বাইসাইকেল ১২ টি ইউনিয়ন/ পৌরসভার সিপিপি টিম লিডারদের মধ্যে বিতরণ করা হয়। এ সময় কয়েকশত সিপিপি লিডারগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন সরকারের এ ধরনের মহতী উদ্যোগের প্রশংসা করে সিপিপি টিম লিডারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। দূর্যোগ পূর্ব, দূর্যোগকালীন ও দূর্যোগ পরবর্তী বাইসাইকেল চড়ে জনগণের মধ্যে কাজ করতে বিরাট উপকারে আসবে। এহেন মহৎ কাজে যথাযথ কর্তৃপক্ষ কে আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জানান হয়েছে।


Top