আজ || সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা       নবজাতকের উপহার প্রদান অনুষ্ঠান       শ্যামনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


মায়ের ভালোবাসা || এবিএম কাইয়ুম রাজ

মায়ের ভালোবাসা আকাশের মতো,

অথই গভীরে হারায় শত শত।

ক্লান্ত পথিকের শান্তির ঠিকানা,

ভালোবাসায় ভরে দেয় হৃদয়খানা।

 

শিশিরভেজা সকালে মায়ের ডাক,

মুছে দেয় জীবনের সব দুঃখ-ভাক।

আঁধার রাতে তার কোমল ছায়া,

আলোর খোঁজে হয়ে ওঠে মায়াময় মায়া।

 

চোখের ইশারায় বুঝে নেয় ব্যথা,

মুখের হাসিতে ফোটে নতুন কথা।

বৃষ্টি দিনে, রোদেলা বিকেলে,

মায়ের ভালোবাসা জড়িয়ে রাখে অবিরত মেলেঃ

 

আমি তো চাই শুধু মায়ের হাত,

চাই না দুনিয়ার যশ, মান বা মাত।

মায়ের আশীর্বাদ, মায়ের দোয়ায়,

জীবনের পথ আলোকিত হয় স্নেহছায়ায়।

 

মায়ের ভালোবাসায় কাটুক শত বছর,

তার হৃদয়ে খুঁজে পাই জীবন-মধুর কবর।

যেমন নদীর জল হারায় না পথ,

মায়ের মায়ায় হারাই আমি অবিরত।


Top