আজ || বুধবার, ০২ জুলাই ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক       অসহায় পরিবারের পাশে সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটি       পরকীয়ার ঘর ছাড়লেন মা অযত্নে অবহেলায় কোলের শিশু        বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত       দেবহাটার তদন্তাধীন মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন       শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত       নওয়াবেঁকী কলেজের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন       কলকাতায় বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত       পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম    
 


শ্যামনগরে দাখিল পরীক্ষায় অসদুপায়ে ১১ শিক্ষার্থী বহিষ্কার, কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি

শ্যামনগর প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে চলমান দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শ্যামনগর উপজেলার কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। কেন্দ্রে তদারকির দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এই সিদ্ধান্ত নেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরীক্ষার সময় কিছু শিক্ষার্থী বিশেষ কৌশলে মোবাইল ফোন ও ব্লুটুথ হেডফোন ব্যবহার করছিল। এছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থী নকল করার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত থেকে এসব অনিয়ম হাতেনাতে ধরার পরই সংশ্লিষ্ট শিক্ষার্থী ও দায়িত্বরত শিক্ষকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

 

তিনি আরও বলেন, এসব শিক্ষার্থী এ বছরের বাকি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। একইভাবে যেসব শিক্ষক পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন, তারাও এ বছর আর কোনো পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।

 

কেন্দ্র সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে গণিত পরীক্ষায় মোট ৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

 

এ ঘটনায় স্থানীয় শিক্ষাঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, পরীক্ষার পরিবেশ রক্ষায় শিক্ষকরা যদি দায়িত্বে অবহেলা করেন, তবে শিক্ষার্থীদের কাছে নৈতিকতার বার্তা কীভাবে পৌঁছাবে? বিষয়টি নিয়ে শিক্ষাবিদ ও অভিভাবকরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।


Top