আজ || বুধবার, ০২ জুলাই ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক       অসহায় পরিবারের পাশে সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটি       পরকীয়ার ঘর ছাড়লেন মা অযত্নে অবহেলায় কোলের শিশু        বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত       দেবহাটার তদন্তাধীন মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন       শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত       নওয়াবেঁকী কলেজের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন       কলকাতায় বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত       পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম    
 


নূরনগরে জাকির হোসেন স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর উত্তর হাজীপুর বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে আজ (১৭ মার্চ) বিকাল ৫:৩০ মিনিটে প্রয়াত জাকির হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এ মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগণ, আলেম-ওলামায়ে কেরাম, পবিত্র কুরআনের হাফেজ শিক্ষার্থীসহ এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

 

ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারী আব্দুল জলিল।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়ন ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন মন্টু, নূরনগর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ৪ নং ওয়ার্ড সেক্রেটারি আবু হাসান, সহকারী সেক্রেটারি রহমাতুল্য হালদার, ৪ নং ওয়ার্ড যুব বিভাগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি মুনির হোসেন, সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল আলামিন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক ও মাস্টার গোলাম কাদের কিবরিয়া প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত জাকির হোসেনের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।


Top