আজ || বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে আগুনের ঘটনায় থানায় মামলা       শ্যামনগরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা ড. মনিরুজ্জামানের মতবিনিময়       শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা    
 


শ্যামনগরে পাওনা টাকা ও বসতভিটা উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন।

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরের দাতিনাখালীতে বসতভিটা উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারী (সোমবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে দাতিনাখালী গ্রামের আব্দুল হাকিম গাজীর স্ত্রী রাশিদা খাতুন জানান, তার দেবর আবুল বাসার এর নিকট থেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দলুয়া গ্রামের মোঃ তোফাজ্জেল হোসেনের পুত্র মোঃ মজিরুল ইসলাম, মেহেদী হাসান (পদ্মা কাঁকড়া প্রজেক্ট পরিচালক), শ্যামনগরের পানখালী গ্রামের মানিক গাজীর পুত্র মোঃ জামাল হোসেন ( অপর পরিচালক পদ্মা), কে ২০২০ ইং সালের ১লা জানুয়ারী হতে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মোট ০৫ (পাঁচ) বছর মেয়াদী মাসিক ৬০০০/- ছয়হাজার টাকা করে প্রসেসিং সেন্টার ভাড়া চুক্তিপত্র করেন। কিন্তু ভাড়া চুক্তিপত্রের শর্ত অমান্য করে ১৩ মাসের ভাড়া ৭৫০০০/- পঁচাত্তর হাজার টাকা না দিয়া আরো দুই বছর চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য হুমকী দিচ্ছে। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নিকট অভিযোগ করলে চেয়ারম্যান উভয় পক্ষের উপস্থিতিতে শুনানী করে আব্দুল হাকিম এর পাওনা ৮৪,৯০০/-টাকা ও তার ভাই আবুল বাসার এর পাওয়া ১ লক্ষ ১৫ হাজার ছয় শত টাকাসহ ঘর ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে প্রতিবেদন প্রদান করেন। এছাড়া কলবাড়ি গ্রামের আঃ মজিদ এর পুত্র মোকারম বিল্লাহ ও তার ভাই আবু বক্কর সিদ্দিক ১৮ লক্ষ ৫০ হাজার টাকা এবং জান্নাত এন্ড মদীনা এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী আলীমউদ্দীন মান্নান ৫১লক্ষ ৪৮ হাজার টাকা পদ্মা ট্রেড ইন্টারন্যাশনাল এর নিকট পাওনা রয়েছে। পাওনাকৃত টাকা ও বসত ঘর নিজ মালিকানায় বুঝে পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মহল।


Top