আজ || বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা       নবজাতকের উপহার প্রদান অনুষ্ঠান       শ্যামনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


শ্যামনগরে হত্যা মামলার আসামী হাকিমকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ।

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সুন্দরবনের ত্রাস, চিহ্নিত চাঁদাবাজ, হত্যা মামলার আসামী ও সাজাপ্রাপ্ত কথিত সাংবাদিক অভিযোগে শেখ আব্দুল হাকিমের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রা জানান, ১৬ ফেব্রুয়ারি (রবিবার) সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় উপকূলীয় জনপদ গাবুরাবাসীর আয়োজনে শত শত নারী, পুরুষ ও শিশুরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। গত সেপ্টেম্বর নির্মানাধীন দোকানের দখল নিয়ে বিরোধের জেরে গাবুরার ডুমুরিয়া এলাকায় দুই ভাই সহ কয়েকজন জোট বদ্ধ হয়ে পল্লী চিকিৎসক আব্দুল আজিজকে মারপিট করে। পরে তাকে (পল্লী চিকিৎসক আব্দুল আজিজ) উদ্ধার করে সন্ধ্যার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ আজমুন নাহার বাদি হয়ে তার দুই চাচা আব্দুল হাকিম, আব্দুর রশিদসহ চাচাত ভাই আব্দুল বারিক, আব্দুল আলিম ও আব্দুর রউফকে আসামী করে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা করে। শ্যামনগর থানা মামলা নং ২৩(০৯)২৪। এ হত্যা মামলা ও অন্য মামলায় সাজাপ্রাপ্ত আসামি কথিত সাংবাদিক আব্দুল হাকিমের মামলায় জামিন দিয়ে এসে মামলার সাক্ষী ও বাদীসহ তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার আস্ফোরণ করার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় মামলা ৪ নম্বর সাক্ষী আইয়ুব আলী গত ১৪/২/২০২৫ তারিখে আসামি শেখ আব্দুল হাকিম, আব্দুল বারিক, আব্দুল আলিম ও আব্দুর রউফকে বিবাদী করে শ্যামনগর থানায় ৬৭০ নং জিডি করে। এরপরও হুমকি অব্যাহত থাকায় শেখ আব্দুল হাকিমকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আইয়ুব আনছারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মামলার বাদি আজমুন নাহার কুইন।

এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিএম মনজুর হোসেন ছাড়াও খায়রুল ইসলাম মিলন, আলামিন সবুজ, অহিদুজ্জামান আপু, পারুল আক্তার, আবু বক্কর সিদ্দিক, শেখ শহিদুল ইসলাম, আজমুন নাহার কুইন, ফারুক কয়াল ও সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরেছে আব্দুল আজিজ হত্যা মামলার আসামী আব্দুল হাকিম। এলাকায় ফিরেই তিনি বাদির ভোগ দখলীয় ব্যবসা প্রতিষ্ঠান দখলের হুমকি দিচ্ছে। এমনকি ঘরের দখল না পেলে সেখানে আগুন লাগিয়ে দেয়ার পাশাপাশি ম্যিথা ও হয়রানীমুলক মামলা দিয়ে ক্ষতিগ্রস্থ করারও হুমকি দিচ্ছে। এ ব্যাপারে শেখ আব্দুল হাকিম কে দ্রুত গ্রেফতারের দাবী করেছেন এলাকাবাসী।


Top