আজ || বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা       নবজাতকের উপহার প্রদান অনুষ্ঠান       শ্যামনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোমিনুর রহমান, বিশেষ প্রতিনিধি, শ্যামনগর

 

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই আয়োজনটি করে উন্নয়ন সংস্থা ‘সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)’ এবং সহযোগিতা প্রদান করে এএলআরডি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সিডিও-শ্যামনগরের নির্বাহী পরিচালক গাজী আল-ইমরান, শ্যামনগর প্রেস ক্লাবের সাংবাদিক রনজিত বর্মণ এবং সাংবাদিক মোহাম্মদ মোমিনুর রহমান। এছাড়াও বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধি ও বুড়িগোয়ালিনী ও মুন্সীগঞ্জ ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অতিথিবৃন্দ পরিবেশ সংরক্ষণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করেন। সহকারী কৃষি কর্মকর্তা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিটি পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য প্লাস্টিক ড্রাম বিতরণ করা হবে। তিনি আরও বলেন, কৃষি সেবার ৩০% উপকারভোগী নারী এবং নারী কৃষকের স্বীকৃতি প্রদানের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দাতিনাখালী মুন্ডাপাড়া এলাকায় একটি নতুন সাইক্লোন শেল্টার নির্মাণে উপজেলা প্রশাসন কাজ করবে। পাশাপাশি গর্ভবতী নারী ও প্রতিবন্ধীদের জন্য উপযোগী করে সাইক্লোন শেল্টার সংস্কার ও র‍্যাম্প নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

আলোচনায় আদিবাসী মুন্ডা ও জেলে জনগোষ্ঠী তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে ভূমিহীনদের খাসজমি বরাদ্দ, বনজীবীদের জীবিকার নিশ্চয়তা, নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ, নারী-পুরুষের সমমজুরি নিশ্চিতকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে আদিবাসী প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবি।

সভায় পরিবেশ দূষণ, বিশেষত প্লাস্টিক ব্যবহার রোধে পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়। সমন্বিত উদ্যোগে পরিবেশ সুরক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সকলে।


Top