আজ || শুক্রবার, ১৬ মে ২০২৫
শিরোনাম :
  বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত       নওয়াবেঁকী কলেজের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন       কলকাতায় বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত       পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম       শ্যামনগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত       বাঁধনহারা সাহিত্য পরিষদের দুই যুগ পূর্তি ও সাহিত্য পুরস্কার প্রদান উৎসব অনুষ্ঠিত       শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- গাজী নজরুল ইসলাম       ১১ গুণীজন পাচ্ছেন বাঁধনহারা সাহিত্য পুরস্কার—২০২৫       ১১ গুণীজন পাচ্ছেন বাঁধনহারা সাহিত্য পুরস্কার—২০২৫       শ্যামনগরের সিপিপি টিম লিডারদের মধ্যে বাইসাইকেল বিতরণ    
 


মায়ের ভালোবাসা || এবিএম কাইয়ুম রাজ

মায়ের ভালোবাসা আকাশের মতো,

অথই গভীরে হারায় শত শত।

ক্লান্ত পথিকের শান্তির ঠিকানা,

ভালোবাসায় ভরে দেয় হৃদয়খানা।

 

শিশিরভেজা সকালে মায়ের ডাক,

মুছে দেয় জীবনের সব দুঃখ-ভাক।

আঁধার রাতে তার কোমল ছায়া,

আলোর খোঁজে হয়ে ওঠে মায়াময় মায়া।

 

চোখের ইশারায় বুঝে নেয় ব্যথা,

মুখের হাসিতে ফোটে নতুন কথা।

বৃষ্টি দিনে, রোদেলা বিকেলে,

মায়ের ভালোবাসা জড়িয়ে রাখে অবিরত মেলেঃ

 

আমি তো চাই শুধু মায়ের হাত,

চাই না দুনিয়ার যশ, মান বা মাত।

মায়ের আশীর্বাদ, মায়ের দোয়ায়,

জীবনের পথ আলোকিত হয় স্নেহছায়ায়।

 

মায়ের ভালোবাসায় কাটুক শত বছর,

তার হৃদয়ে খুঁজে পাই জীবন-মধুর কবর।

যেমন নদীর জল হারায় না পথ,

মায়ের মায়ায় হারাই আমি অবিরত।


Top