আজ || বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা       নবজাতকের উপহার প্রদান অনুষ্ঠান       শ্যামনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


শ্যামনগরে পথচারীদের মাঝে জাতীয় নাগরিক পার্টির ইফতার বিতরন

শ্যামনগরে পথচারী ও সাধারন রোজাদারদের মাঝে ইফতার বিতরন করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেসবাহ কামাল মুন্না।মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে শ্যামনগর বাজারের বাবলাতলা মোড়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাত্র সমন্বয় মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির এ কেন্দ্রীয় নেতা বলেন, ৫ আগষ্ট না আসলে বাংলাদেশ দীর্ঘ মেয়াদে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যেত। আল্লাহর অশেষ কৃপায় ছাত্র -জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দেশকে সৈরাচার মুক্ত করেছি। তিনি আরোও বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশে আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করব, যেখানে আওয়ামী লীগ একটি গালি হিসেবে পরিণত হবে। মানুষ আওয়ামী লীগের পরিচয় দিতে লজ্জা পাবে। কাউকে ‘আওয়ামী লীগ’ বললে যেন সেটা একটি গালি হয়ে দাঁড়ায়। বাংলাদেশের মাটিতে আর কখনো আওয়ামী লীগের মাথা উঁচু করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।

আলোচনা শেষে জুলাই- আগষ্ট গনঅভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।


Top