আজ || শনিবার, ০৫ জুলাই ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক       অসহায় পরিবারের পাশে সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটি       পরকীয়ার ঘর ছাড়লেন মা অযত্নে অবহেলায় কোলের শিশু        বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত       দেবহাটার তদন্তাধীন মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন       শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত       নওয়াবেঁকী কলেজের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন       কলকাতায় বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত       পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম    
 


শ্যামনগরে সাংবাদিক সমাবেশ: পেশাগত নিরাপত্তার দাবি।

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর (সাতক্ষীরা)

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় নানা বাধা, হুমকি ও হয়রানির প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) শ্যামনগর মাইক্রোবাসস্ট্যান্ডে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

 

উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরের সভাপতিত্বে ও গাজী আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার গণতন্ত্রের মূল ভিত্তি। কিন্তু সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে নানা হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন, যা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।”

 

বিশেষ অতিথির বক্তব্যে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসাইন বলেন, “সত্য প্রকাশের পথ যত কঠিনই হোক, এই লড়াই অব্যাহত রাখতে হবে। প্রশাসনকে অবশ্যই সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, যাতে তারা নির্ভয়ে কাজ করতে পারেন।”

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি মোস্তফা কামাল, দৈনিক সংগ্রামের রিপোর্টার হুসাইন বিন আফতাব, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, অনলাইন নিউজ ক্লাবের সদস্য মেহেদী মারুফ মিলন ও মোমিনুর রহমান এবং রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক খলিলুর রহমান।

 

বক্তারা বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া সুস্থ গণতন্ত্র কল্পনা করা যায় না। সাংবাদিকদের হয়রানি বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একযোগে তারা ঘোষণা দেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি দায়িত্ব ও ব্রত। সত্য প্রকাশের পথে যত বাধাই আসুক, শ্যামনগরের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে।”

 

সমাবেশ শেষে সাংবাদিকরা এক বিবৃতিতে জানান, সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ না হলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


Top