আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৪ নম্বর নূরনগর ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৮৯৯ জন সুবিধাভোগীর মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. মোবারক হোসেন মন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমানসহ সকল ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়নের মিডিয়া প্রতিনিধি আবু হাসান।
চাল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সহায়তা প্রকল্পের এই চাল বিতরণের মাধ্যমে অসহায় পরিবারগুলোর ঈদ আনন্দ কিছুটা হলেও বাড়বে। তারা আরও বলেন, ভবিষ্যতে এই সহায়তা কার্যক্রম যেন আরও প্রসারিত হয়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।