বগুড়া, প্রতিনিধি : বগুড়ায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বগুড়ার শহিদ চাঁন্দু স্টেডিয়ামে দিন ব্যাপি আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, বগুড়া। উক্ত প্রতিযোগিতায় জেলার ১২ টি উপজেলা থেকে ১৬ টি দল অংশ গ্রহন করে। বালকদের খেলায় গাবতলী উপজেলাকে হারিয়ে কাহালু উপজেলা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। অন্য দিকে বালিকাদের খেলায় সদর উপজেলা চ্যাম্পিয়ান হয়।