আজ || শনিবার, ০৫ জুলাই ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক       অসহায় পরিবারের পাশে সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটি       পরকীয়ার ঘর ছাড়লেন মা অযত্নে অবহেলায় কোলের শিশু        বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত       দেবহাটার তদন্তাধীন মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন       শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত       নওয়াবেঁকী কলেজের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন       কলকাতায় বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত       পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম    
 


শ্যামনগর উপজেলা জামায়াতের উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

হুসাইন বিন আফতাব, শ্যামনগর উপজেলা সংবাদদাতা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে যাকাতের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দুপুর ২:৩০ থেকে শ্যামনগর সরকারি মহসিন কলেজের মিলনায়তনে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল টিমের সদস্য মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।
সেমিনারে বক্তারা ইসলামের অন্যতম স্তম্ভ যাকাতের তাৎপর্য ও উপকারিতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, যাকাত কেবল আর্থিক লেনদেনের বিষয় নয়, এটি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। ইসলামী শরীয়াহ অনুযায়ী সঠিকভাবে যাকাত বণ্টন করা হলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায় এবং বৈষম্য দূর হয়।
বক্তারা আরও বলেন, যাকাত শুধু ব্যক্তিগত ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি সামাজিক উন্নয়নের মাধ্যমও। যদি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি সঠিকভাবে যাকাত আদায় করেন, তাহলে দরিদ্রতা কমে আসবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
সেমিনারে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা যাকাতের বিধান, প্রযোজ্যতা ও সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। বক্তারা উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং যাকাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সেমিনার শেষে বক্তারা উপস্থিত সবাইকে যথাযথভাবে যাকাত আদায়ে যত্নবান হওয়ার আহ্বান জানান এবং সমাজে দারিদ্র্য বিমোচনে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।


Top