আজ || শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক       অসহায় পরিবারের পাশে সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটি       পরকীয়ার ঘর ছাড়লেন মা অযত্নে অবহেলায় কোলের শিশু        বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত       দেবহাটার তদন্তাধীন মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন       শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত       নওয়াবেঁকী কলেজের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন       কলকাতায় বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত       পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম    
 


কালিকাপুরে বিষপানে দুই শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার পশ্চিম কালিকাপুর কৃষননগর ইউনিয়নে বুধবার দুপুরে বিষপানে দুই শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের মা মোছা. রত্না খাতুন (৩০) হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসানের স্ত্রী রত্না খাতুন ও তাদের দুই সন্তান মাহির আবরার (৭) ও আরিয়ান আবরার (৯ মাস) দুপুর ১টার দিকে বিষক্রিয়ায় আক্রান্ত হন। মাহমুদুল হাসানের পরিবারের অভিযোগ, রত্না খাতুন নিজেই বিষপান করে সন্তানদেরও বিষ খাইয়েছেন। তারা জানান, ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। ফিরে এসে দেখেন গেটের লক ভেতর থেকে আটকানো। পরে গাছের ওপর দিয়ে প্রবেশ করে দরজা খুলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

 

রত্না খাতুনের মায়ের দাবি, তার মেয়ে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছিলেন এবং যৌতুকের জন্য চাপ দেওয়া হচ্ছিল। একাধিকবার তারা জমি বিক্রি করে টাকা দিয়েছেন। তিনি বলেন, “আমার মেয়ে কিভাবে বিষ খেল তা জানি না। মাহমুদুলের পরিবারও তাদের বিষ খাইয়ে দিতে পারে।”

 

শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, দুই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং মা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তরিকুল ইসলাম জানান, “তাদের হাসপাতালে নিয়ে আসার পর আমরা ওয়াস করি, কিন্তু দুই শিশুকে মৃত পাওয়া যায়। মা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।”

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


Top