আজ || বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা       নবজাতকের উপহার প্রদান অনুষ্ঠান       শ্যামনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


কিশোরগঞ্জের চেয়াম্যানের নির্দেশে দুই ইউপি সদস্যের উপর হামলা।

মো: মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জে ৪ নং বাহাগিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনের নির্দেশে ২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন রানা ও খলিলুর রহমান ডাবলু এর উপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ওই ইউপি সদস্যরা রাতেই কিশোরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

 

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বাহাগিলী ইউনিয়নের সকল ইউপি সদস্য গত ১২ জানুয়ারি চেয়ারম্যানের প্রতি অনাস্থা ও অনিয়ম-দুর্নীতি অভিযোগ এনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগ আমলে নিয়ে জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা গত ২০ জানুয়ারি কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন, যাহার তদন্ত এখনো চলমান আছে। গতকাল রবিবার তদন্ত কর্মকর্তা সরেজমিন ইউনিয়ন পরিষদে অভিযোগ তদন্তের জন্য যান। খবর পেয়ে সেখানে ২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন রানা ও খলিলুর রহমান ডাবলু উপস্থিত হন। আর তাতেই ক্ষেপে যান চেয়ারম্যান ও তার সমর্থকেরা। একপর্যায়ে চেয়ারম্যানের নিদের্শে ১৩/১৪ জন ব্যক্তি ওই দুই ইউপি সদস্যকে গালিগালাজ ও মারপিট করতে থাকে। ৩ নং ওয়ার্ড সদস্যের কোর্টের পকেটে থাকা ১ লক্ষ ৭৫ হাজার ২ শত ৫০ টাকা বের করে নেন চেয়ারম্যানের সমর্থকেরা। পরে স্থানীয় লোকজন ওই দুই ইউপি সদস্যকে উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

২ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন রানা বলেন, তদন্ত যেন সুষ্ঠ হয় আমরা সেজন্য পরিষদে যাই। কিন্তু সেখানে চেয়ারম্যানের গুন্ডাবাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা ওই চেয়ারম্যানের অপসারণ চাই।

৩ নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান ডাবলু বলেন, চেয়ারম্যান আমাদের সকল সদস্যদের সাথে কোন পরামর্শ না করে একাই সব সিদ্ধান্ত নেন। সরকারি প্রকল্প আতœসাৎসহ অনিয়ম-দুর্নীতির আখড়া বানিয়েছে ইউনিয়ন পরিষদকে। গতকাল চেয়ারম্যানের সন্ত্রাসীবাহিনী আমাদেরকে মারধর করে ও আমার পকেটে থাকা ১ লক্ষ ৭৫ হাজার ২ শত ৫০ টাকা বের করে নেন। আমরা রাতে সকল সদস্যগণ একহয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেই।

৪ নং বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


Top