আজ || সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা       নবজাতকের উপহার প্রদান অনুষ্ঠান       শ্যামনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


প্রধান শিক্ষক মামুনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সম্পন্ন।

শ্যামনগর প্রতিনিধিঃ-

 

শ্যামনগরের ৯১ নং খ্যাগড়াদানা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫ টি অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে।

 

রবিবার (৯ ফেব্রয়ারি) সকাল ১১ টায় ৯১নং খ্যাগড়াদানা সরকারি প্রথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ তদন্ত করা হয়।

 

বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, খুলনা বিভাগ, খুলনা কার্যালয়ের গত ২৮ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখের ৩৮.০১,৪০০০,০০০,২৭.০১৩,১৯-৮৬ নং স্মারক এর পত্র মোতাবেক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯১ নং খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্ল্যাহ আল মামুন এর বিরুদ্ধে খ্যাগড়াদানা এলাকার বাবর আলীর করা অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট অভিযোগের তদন্ত হয়।

 

অভিযোগের ৫ টি বিষয় হলো ঈদে মিলাদুন্নবী( সাঃ) ২০২৪ পালনে সরকারি নিদর্শনা থাকলে তিনি পালন না করে ভূয়া বিল ভাউচার করে ২ হাজার টাকা আত্মসাৎ।স্লিপ বরাব্দ থেকে শিক্ষার্থীদের পরীক্ষা খরচ নির্বাহ করার করার কথা থাকলেও তা না করে শিক্ষার্থীদের কাছে টাকা নিয়েছেন পরবর্তীতে আবার তার বিল করা।২০২২-২৩ অর্থ বছরে স্লিপের অর্থ সঠিকভাবে ব্যাবহার না করা।কোন কাজে বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটিকে অবহিত না করে কার্যক্রম পরিচালনা কার।বিদ্যালয় চলাকালীন আগমন প্রস্থানের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম,বিদ্যালয়ে তিনি অনিয়মিত থাকেন।

 

অভিযোগ কারী বাবর আলী ও অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন কে সামনে রেখে এসব বিষয় নিয়ে তদন্ত করেন খুলনার রূপসা উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম,এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রথমিক সরকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন, শাহিন আলম,শ্যামনগর সদর ইউপি বিএনপির সেক্রেটারী খান আব্দুর সবুর সহ এলাকার লোকজন।

 

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন বিষয়টি তদন্ত করা হয়েছে, বিষয়টি জানানো হবে কতৃপক্ষ দেখবে।


Top