আজ || বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       রমজাননগরে দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা       শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের প্রচারণা জমে উঠেছে       শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট       রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামীর নির্বাচনের বৈঠক অনুষ্ঠিত       কালিগঞ্জে মহিলা নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্থানীয় হোমিও চিকিৎসক       সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা       নবজাতকের উপহার প্রদান অনুষ্ঠান       শ্যামনগরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শায়খ আব্দুস সালাম আযাদীকে সংবর্ধনা প্রদান

আবু কওছার,

সাতক্ষীরার কৃতি সন্তান কিউএনএস-লন্ডন এর পরিচালক শায়খ ড. আব্দুস সালাম আযাদী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে রিবিল্ট করতে হবে, কনস্ট্রাকটিভ হতে হবে। আমরা যারা বলছি স্বাধীনতা ২.০ তাদেরকে এটা মাথায় রাখতে হবে। গতানুগতিক ভাবে যদি ডিস্ট্রাক্টটিভ ওয়েতে চলি তাহলে আমরা কিছু করতে পারবো না। বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক সম্মাননা স্মারক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, গঠন মূলক, সমালোচনা মূলক এবং উদ্দিপনা মূলক এই তিন ধারার প্রেস জাতিকে জাগ্রত করে, দেশকে এগিয়ে নিতে সাহায্য করে। তিনি আশা প্রকাশ করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব তার দায়িত্ব সঠিকভাবে এবং নিষ্ঠার সাথে পালন করবে।প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোস্তফা কামালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিকন ফাউন্ডেশন এর পরিচালক মো: গোলাম সারোয়ার এবং সরকারি মহসিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জি,এম ওসমান গনি।এছাড়া সাংবাদিকের মধ্যে বক্তব্য প্রদান করেন এস, এম গোলাম মোস্তফা, আবু কাওছার, আবু সাইদ প্রমুখ।এসময় আরোও উপস্থিত ছিলেন জাহিদ সুমন, সিদ্দিকুর রহমান, আশিকুর রহমান, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, বকুল, আনোয়ারুল ইসলাম, অনাথ মন্ডল, উৎপল মন্ডল।

এর আগে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিকরা প্রেসক্লাব সহ শ্যামনগরে বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন এবং সহোযোগীতার প্রত্যাশা করেন।


Top