আজ || শনিবার, ০৫ জুলাই ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক       অসহায় পরিবারের পাশে সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটি       পরকীয়ার ঘর ছাড়লেন মা অযত্নে অবহেলায় কোলের শিশু        বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত       দেবহাটার তদন্তাধীন মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন       শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত       নওয়াবেঁকী কলেজের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন       কলকাতায় বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত       পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম    
 


বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর, সাতক্ষীরা :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসর্গ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান গাজী আব্দুর রউফ।

 

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে উৎসর্গ সোসাইটির পক্ষ থেকে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথি।

 

সম্মানিত অতিথি গাজী আব্দুর রউফ তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “মক্তব শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভিত্তি যা ছোটবেলায় সন্তানদের জন্য পথের দিশা হিসেবে কাজ করে। শুধু মক্তবে পাঠিয়ে দায়িত্ব শেষ মনে করলে চলবে না, অভিভাবকদের উচিত তাদের প্রতি সবসময় নজর রাখা। আজকের সমাজের বাস্তবতা ও পরিবেশ বিবেচনায় আমাদের সকলের দায়িত্ব—শিশুদের সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং মানুষ হিসেবে গড়ে তোলা।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক আব্দুর সালাম, মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা হাফিজুর রহমান এবং হাফেজ ও অন্যান্য শিক্ষকবৃন্দ। তাঁরা সবাই মাদ্রাসার অগ্রগতির জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

 

এসময় অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল মাদ্রাসা কর্তৃপক্ষ এবং উৎসর্গ সোসাইটি।


Top