হিমেল হিমু, রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, “মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান পালনে পাহারার প্রয়োজন হয় না, তবে হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে কেন পাহারা দিতে হবে? আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে সকল ধর্মের মানুষ সমানভাবে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে।” তিনি আরও উল্লেখ করেন, অতীতে বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে জামায়াতে ইসলামী এর প্রমাণ রেখেছে।
ইউনিয়ন সেক্রেটারি আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের নায়েবে আমীর ডা. মাওলানা আবির হাসান কাওছার, নায়েবে আমীর মাওলানা আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি হাফেজ শাহিদুরজ্জামান ও মো. আব্দুল মুহিত মুন্না।
মতবিনিময় সভায় রমজাননগর ইউনিয়নের সকল পূজা মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।