আজ || শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
শিরোনাম :
  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক       অসহায় পরিবারের পাশে সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটি       পরকীয়ার ঘর ছাড়লেন মা অযত্নে অবহেলায় কোলের শিশু        বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত       দেবহাটার তদন্তাধীন মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন       শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত       নওয়াবেঁকী কলেজের সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন       কলকাতায় বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত       পাঁচ দফা দাবিতে ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম    
 


অসহায় পরিবারের পাশে সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটি

নাজমুল ইসলাম, মুন্সিগঞ্জ, শ্যামনগর, প্রতিনিধি :

 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে একজন অসহায় নাগরিকের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটি। শনিবার (২১ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

 

মুন্সিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মো. নেছার আলী দীর্ঘদিন ধরে কষ্টে বসবাস করে আসছিলেন। তার ঘরের ছাউনি নেই, বৃষ্টি হলে ঘরে পানি পড়ে। এই বাস্তবতা বিবেচনা করে ‘’সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মুন্সিগঞ্জ সিসি কমিটির উদ্যোগে তাকে ঘরের ছাউনি নির্মাণের জন্য প্রয়োজনীয় গোলপাতা সরবরাহ করা হয়।

 

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পলাশী রানী সরকার, সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুষমা রানী মন্ডল, সাধারণ সম্পাদক মোসাম্মৎ শরিফা খাতুন, মুন্সিগঞ্জ সিসি কমিটির সভাপতি মো. নাজমুল ইসলাম, সম্পাদক অরুন মন্ডল ও কোষাধ্যক্ষ গুরুদাস মন্ডলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ সময় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার মূল শিক্ষা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শুধু একজন ব্যক্তিই নয়, গোটা সমাজ উপকৃত হয়। ভবিষ্যতেও এই ধরণের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান তারা।

 

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত থাকলে অনেক পরিবার উপকৃত হবে এবং সমাজে একধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

 

মানবিক সহায়তার এমন বাস্তব উদাহরণ সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে মত দেন সংশ্লিষ্টরা।


Top