এবিএম কাইয়ুম রাজ, নিজস্ব প্রতিবেদক :
আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরার শ্যামনগরে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয় থেকে একটি মিছিল বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জে সি কমপ্লেক্সের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মজিদ, প্রভাষক আব্দুল জলিল, নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ সাইদী হাসান বুলবুল, পৌর আমীর হারুন অর রশিদ সাচ্চু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার প্রতিষ্ঠা ও জনদুর্ভোগ লাঘবে জাতীয় সমাবেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved