নাজমুল ইসলাম, মুন্সিগঞ্জ, শ্যামনগর:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে একটি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির গাজী আবুল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (২) মোহাম্মদ আব্দুল জলিল, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জিয়াউর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মাস্টার আনিসুর রহমান এবং যুব বিভাগের সভাপতি নাজমুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, "মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে খেলাধুলা হতে পারে শক্তিশালী মাধ্যম। সুস্থ সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে আগামী দিনেও যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে, যেমনটি তারা ২৪ জুলাই রেখেছিল।"
উদ্বোধন ম্যাচে ৮ নম্বর ওয়ার্ডের দল ৬ নম্বর ওয়ার্ডকে ২-১ গোলে পরাজিত করে বিজয় লাভ করে। মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি টুর্নামেন্টে বাড়তি উৎসাহ যোগায়।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved