নাজমুল ইসলাম, মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি:
১৪ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জামায়াত অফিসে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার আনিছুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মো. গোলাম রসুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ সভাপতি বাবলু রহমান, যুব বিভাগের সভাপতি নাজমুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন মেম্বার জি. এম. ফজলুল হকসহ ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীলরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আল্লামা সাঈদী (রহ.) বলেছিলেন— ‘আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ কি! আমি তো জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হওয়া সেই ইব্রাহীম (আ.)-এর জেগে থাকা দুঃসাহসী সন্তান।’ আগামী দিনে ইকামতের দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সাঈদী সাহেবের রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে অবিচল থাকতে হবে।”
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved