নাজমুল ইসলাম, মুন্সিগঞ্জ, শ্যামনগর, প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে বুধবার (১৩ আগস্ট) বিকাল ৫টায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু। সঞ্চালনায় ছিলেন জামায়াতের আমির গাজী আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার আনিছুর রহমান, ৪নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার জিএম ফজলুল হক, যুব বিভাগের সভাপতি নাজমুল ইসলাম, বিএনপি সার্চ কমিটির সদস্য আমির হামজা আবু, মাসিদুর রহমান বাবু, মতলেব হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজে মাদক, জুয়া, ছিনতাই ও চোরাচালানসহ বিভিন্ন সামাজিক সমস্যা ক্রমেই বাড়ছে। এসবের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। মাদকাসক্ত তরুণরা নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা পরিবার ও সমাজের জন্য হুমকি। তাই মাদক ও বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের অপরাধ সমাজ থেকে চিরতরে দূর করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved