নাজমুল ইসলাম, মুন্সিগঞ্জ, শ্যামনগর:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শোক প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুর্ঘটনায় অসংখ্য শিক্ষার্থী মৃত্যুবরণ ও আহত হওয়ার ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।
জাতীয়ভাবে ঘোষিত শোক দিবস উপলক্ষে বুধবার (২৩ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে শ্যামনগরের ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সেক্রেটারি মাস্টার আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির গাজী আবুল হোসেন। এছাড়া ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
পরিশেষে নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved