এবিএম কাইয়ুম রাজ , শ্যামনগর (সাতক্ষীরা)
সাতক্ষীরার শ্যামনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ।
দিবসটি উপলক্ষে সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর শ্যামনগরের গোপালপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। শ্যামনগর মডার্ন স্কুল প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর উড়ানোসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, সহকারী পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, বিএনপি নেতা মাস্টার আব্দুল ওয়াহেদ, জামায়াতে ইসলামী নেতা মাওলানা আব্দুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved