জামাল বাদশা, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১ নম্বর ভুরুলিয়া ইউনিয়নে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ (PWVA) কর্মশালায় প্রাপ্ত পরিকল্পনাসমূহের যাচাইকরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০:৩০টায় ইউনিয়ন পরিষদ ও রূপান্তরের আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ, সুইসকন্টাক্ট বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান হোসেন আলীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মহিউদ্দিন, পরিবার কল্যাণ পরিদর্শক মহিউদ্দিন আহমেদ, পরিবার কল্যাণ সহকারী মুনজিরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা তারক দেবনাথ, ফিল্ড অ্যাসিস্টেন্ট (মৎস্য) মুজিবুর রহমান, ইউনিয়ন আনসার ভিডিপি কর্মকর্তা শুভজিত কুমার, ভেটেরিনারি ফিল্ড সহকারী নুরুদ্দিন, ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন রূপান্তরের কর্মকর্তা মো. আলম চৌধুরী, শহীদ হাসান নয়ন, মো. শোকর আলি ও কল্যাণী রায়। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ, পানি সম্পদ ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান তুলে ধরা হয়। প্রতিটি ওয়ার্ডে গৃহীত পরিকল্পনাগুলো যাচাই করে সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যদের সামনে উপস্থাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved