এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর (সাতক্ষীরা)
সুন্দরবনে চোরাশিকারীদের পাতা ফাঁদ থেকে একটি হরিণ উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করেছে বনবিভাগ।
শনিবার (২২ মার্চ) সকালে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কাইনমারি খাল এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে সেটিকে কাটেশ্বর টহল ফাঁড়ি এলাকায় অবমুক্ত করা হয়।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, কাটেশ্বর টহল ফাঁড়ির সদস্যরা নিয়মিত টহলের সময় সুন্দরবনের কাইনমারি খাল এলাকায় চোরাশিকারীদের পাতা ফাঁদ দেখতে পান। ফাঁদটি সরিয়ে ফেলার সময় তারা বনের গহীনে আটকে থাকা একটি জীবিত হরিণ খুঁজে পান। সঙ্গে সঙ্গে হরিণটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন বনকর্মীরা।
তিনি আরও জানান, উদ্ধার অভিযানের সময় চোরাশিকারীদের ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে। তবে অভিযানের আগেই চোরাশিকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে বনবিভাগের নিয়মিত টহল দল সক্রিয় রয়েছে বলে জানান কর্মকর্তা মো. জিয়াউর রহমান। তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চোরাশিকারীদের সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত বনবিভাগকে জানানোর জন্য।
উদ্ধারকৃত হরিণটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় সুন্দরবনের কাটেশ্বর টহল ফাঁড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বনবিভাগের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved