আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে (কালিঞ্চী) জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ করেন এই দাওয়াতী গণসংযোগে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির মাস্টার গাজী নজরুল ইসলাম এসময় তিনি বলেন মহান আল্লাহ পাক তার ইবাদাতের ও খেলাফাতের দায়িত্ব দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। মুহাম্মদ (সা.) ঐ দায়িত্ব পালনে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। রাষ্ট্রীয় খেলাফাতের মূলতন্ত্র বর্ণনায় আল্লাহ বলেন, "নামায কায়েম কর, যাকাত আদায় কর, সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ কর"। যাকাত আদায় করা নামায কায়েমের মতই ফরজ। কেননা আল্লাহ কোরআনের বহু স্থানে বলেছেন, তোমরা নামাজ কায়েম কর এবং যাকাত আদায় কর"।
গতকাল বৃহস্পতিবার বিকালে কালিঞ্চী স্কুল বাড়ি থেকে শুরু হয়ে খাসখামার এলাকায় যেয়ে দাওয়াতী গণসংযোগে কার্যক্রম শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহকারী সেক্রেটারী হাফেজ মাওলানা শাহীদুজ্জামান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আমিনুর রহমান, ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আনারুল ইসলাম। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved