আবু হাসান,নূরনগর(শ্যামনগর) সংবাদদাতা:
২৩ দুপুর ২ টা শ্যামনগর নকিপুর এইচ সি পাইলট হাইস্কুল মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আজ নুরনগর ইউনিয়ান জামাতের ইসলামী অফিসে বিকাল ৪টা থেকে নুরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। নুরনগর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান সাহেবের সভাপতিত্বে সেক্রেটারি
লিয়াকত হোসেন বাবু পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নুরনগর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা: রুহুল আমিন তিনি বলেন সকাল ৯ টায় মহিলা ও দুপুর ২টা পুরুষের যে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে প্রত্যেক ওয়ার্ডের দায়িত্বশীলরা তাদের নিজেদের দায়িত্বে মহিলা ও পুরুষ কর্মীদেরকে নিয়ে যাবা ও নিয়ে আসার বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলেন। বিশেষ করে সকাল ৯ টায় মহিলা কর্মীদের নিয়ে যাওয়ার সময় কোন প্রকার সমস্যা যেন না হয় নিজের মা বোন মতো করে দায়িত্ব পালন করার কথা বলেন। যাতে অন্য কেউ বিতর্কিত কথা না বলতে পারে সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন
নুরনগর ইউনিয়ন , পেশাজীবের সংগঠনের সভাপতি প্রভাষক আব্দুল্লাহ ইবনে ওয়াজেদ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূর আলম,সভাপতি যুব জামায়াত হাসানুল বান্না,সহ-সভাপতি,শরিফুল ইসলাম,
সেক্রেটারি রাজু আহমেদ,শ্রমিক কল্যাণ সেক্রেটারি আশরাফ হোসেন।জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি গাজী আশরাফুল আলম,বাইতুল মাল সম্পাদক আবুল হোসেন, অফিস সম্পাদক আবুবকর ,বিজ্ঞান তথ্য সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়ার সম্পাদক ফারুক হোসেন।
এছাড়া উপস্থিত ছিল।
এ ছাড়া ৪ নম্বর নুরনগর ইউনিয়নের জামায়াতে ওয়ার্ড সভাপতি,সেক্রেটারি জামায়াতে ইসলামী অঙ্গসংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিল।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved