শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট (অন্তাখালী) এলাকায় বিতর্কিত মিজান হুজুরের আস্তানা উৎখাতের ঘোষণাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। ইসলামবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ওই আস্তানা উচ্ছেদের ঘোষণা দিয়েছেন।
প্রায় এক যুগ ধরে ওই এলাকায় মিজানুর রহমানের নেতৃত্বে একটি প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে, যা স্থানীয়রা ‘শিরক ও বিদআতমূলক কর্মকাণ্ডের কেন্দ্র’ হিসেবে চিহ্নিত করেছেন। দীর্ঘদিনের ক্ষোভের পর শুক্রবার জুমার নামাজের পর ‘উপজেলা তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও লং মার্চের ঘোষণা দিয়েছেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, "পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনি খাতুন জানান, "বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।"
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল তিনটায় উপজেলার সোনা মোর এলাকা থেকে বিক্ষোভকারীরা পদযাত্রা করে মিজান হুজুরের আস্তানার দিকে অগ্রসর হবে। পরিস্থিতি যেকোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। প্রশাসনের দ্রুত সিদ্ধান্ত না হলে সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved