
হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা)
সাতক্ষীরার শ্যামনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) অধীনে অ্যাসেসমেন্টে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ১০ জন শিক্ষার্থী কমপিটেন্ট হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ) অনুষ্ঠিত টেইলারিং এন্ড ড্রেস মেকিং লেভেল-২ অ্যাসেসমেন্টে ১০ জন শিক্ষার্থী অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অ্যাসেসমেন্টে ৮ জন অর্থাৎ ৮০ শতাংশ শিক্ষার্থী কমপিটেন্ট হয়েছে। অ্যাসেসর হিসেবে উপস্থিত ছিলেন অখিল কুমার দত্ত।
ডিসি অফিসের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।
কমপিটেন্ট হওয়া শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, কো-অডিনেটর মো. অহিদুজ্জামান লিটন, টিডিএম প্রশিক্ষক আলেয়া খাতুন,আসমা উল হুসনা। ভাব বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved