হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।
২৩ জুন সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম বিড়ালক্ষী সানা বাড়ি মসজিদের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লার নেতৃত্বে, এসআই মোহাম্মদ বিপ্লব, এসআই মতিন ও এএসআই শাহাদত হোসেনের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পশ্চিম বিড়ালক্ষী এলাকার একটি নির্জন রাস্তায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন পশ্চিম বিড়ালক্ষীর আসাদুজ্জামান মিলন, কয়রার মোহাম্মদ সানা, কাশিমাড়ীর জাহাঙ্গীর আলম এবং আব্দুল আজিজ। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের ছুরি, দুটি প্লাস্টিকের ছুরি, দুটি ইয়াবা ট্যাবলেট, গাঁজার শুকনো পাতা ও গাঁজার প্যাকেট, এবং একটি পুরোনো সিএনজি জব্দ করা হয়।
শ্যামনগর থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে—একটি ডাকাতি প্রস্তুতির অভিযোগে এবং অপরটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। পরদিন আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved