লাইফস্টাইল ডেস্ক
প্রতিবার শীতকাল এলেই আমাদের পানি পান করা কমে যায়। একে তো শুষ্ক আবহাওয়া, তারপর আবার পানিও কম পান করায় নানা ধরনের সমস্যা হয়।
এর মধ্যে রয়েছে হজমের সমস্যা, ত্বকের আদ্রতা কমে যাওয়া। জেনে নিন শীতকালে কীভাবে স্বাদ বাড়িয়ে প্রয়োজনীয় পরিমাণে পানি পান করবেন:
পানির সঙ্গে সামান্য মধু মিশিয়ে পান করুন। এতে শরীরের পানি শুন্যতার পাশাপাশি রোগ প্রতেরোধ ক্ষমতাও বাড়বে। ত্বক ভালো থাকবে এবং ওজনও নিয়ন্ত্রণ হবে।
এক গ্লাস পানিতে এক টুকরো লেবুর রস মিশিয়ে নিলেই আপনার পানি অনেক বেশি টেস্টি হয়ে যাবে। যেকোনো ফলই মজার এবং উপকারী। ফল টুকরো করে পানিতে মিশিয়ে ভিন্ন স্বাদ আনতে পারেন খুব সহজে। আদা বা পুদিনা পাতা মিশিয়েও পানি পান করতে পারেন এই শীতে।
এই পানীয়গুলো মানবদেহে যে উপকার করে:
• হার্টকে সুস্থ রাখে।
• শরীরের পানির ঘাটতি পূরণ করে
• শরীরের টক্সিন বের করে দেয়
• ত্বক পরিষ্কার করে তোলে
• ওজন কমাতে সাহায্য করে
• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে
আর যা দিয়েই পানি স্বাস্থ্যকর ও টেস্টি করেন না কেন, চিনি কিন্তু দেবেন না।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved