হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী মৌলভী আলহাজ্ব মাওলানা আব্দুল গফুর। তিনি তার বক্তব্যে বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংসভাবে নিরস্ত্র বাঙালিদের ওপর হত্যাযজ্ঞ চালায়। ইতিহাসের সেই ভয়াল রাতের কথা আজও বাঙালির মনে গেঁথে আছে। এ দিনটি আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ অধ্যায়।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী মৌলভী মাওলানা হুসাইন বিন আফতাব, সহকারী শিক্ষক মাস্টার মশিউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা ২৫ মার্চের সেই ভয়াল রাতের বর্ণনা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি শিক্ষক ইমরান বাহার, ইবতেদায়ী প্রধান মাওলানা আব্দুল আজিজ, শিক্ষক মাস্টার আকবর হুসাইন, নুর আলম, মতিউর রহমান, রেজাউল করিম, মোবারক হোসেনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২৫ মার্চের গণহত্যার প্রেক্ষাপট ও বাঙালির মুক্তিযুদ্ধে এর তাৎপর্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved