সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর গ্রামে এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় হোমিও চিকিৎসক আজিজুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই মহিলার হাত-পা ভেঙে গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমি বিক্রির জের ধরে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর স্বামী একটি মামলায় কারাগারে থাকায় একা অবস্থায় ওই মহিলা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত চিকিৎসক আজিজুল হক ও তার বাহিনী এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছে। গত ৫ আগস্টের পরও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়নি, বরং আরও বেপরোয়া হয়ে উঠেছে।
সরেজমিনে গেলে এলাকার অনেকেই জানান, ভয়ে তারা প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না। ভুক্তভোগীর নাম প্রকাশ করলে আবারও হামলার শিকার হতে হবে বলে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। এতে করে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
এদিকে অভিযুক্ত হোমিও চিকিৎসক আজিজুল হকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। এমনকি তার চেম্বারেও গিয়ে সেটি বন্ধ অবস্থায় পাওয়া গেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের ঘটনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আলহাজ্ব আবু কাওছার
মেইল: info@provatbarta24.com ভিজিট করুন: www.provatbarta24.com
@2025 provatbarta24.com All right reserved